বিশ্বের অন্যতম পুরনো বাজার হিসেবে পরিচিত গ্র্যান্ড বাজার ইস্তাম্বুলে অবস্থিত। প্রতিদিন প্রায় ৪ লাখ মানুষ এই বাজারে যান। ইউরোপের সবচেয়ে বড় বাজার হিসেবেও পরিচিত গ্র্যান্ড বাজার।
তুর্কি ভাষায় এই গ্র্যান্ড বাজারকে বলা হয় ‘কাপালা চার্শা’ যা আরেকটি শহরের মতোই ৬০টি বিশিষ্ট। গ্র্যান্ড বাজারে ২৫ হাজার মানুষ ৩ হাজার ৬০০ দোকান চালায়। বাজারে প্রবেশ পথ আছে ২১টি।
একজন ক্রেতা বললেন, মাঝেমধ্যে একটু সমস্যার মনে হয়, কারণ, অনেক মানুষ আর শব্দ৷ তবে এক জায়গায় অনেক কিছু পাওয়া যাওয়ার বিষয়টি দারুণ।
১৫ শতক থেকে এই বাজার চালু আছে। সেই সময় দ্বিতীয় সুলতান মেহমেত কনস্টানটিনোপোল জয় করার পর এটি প্রতিষ্ঠা করেছিলেন। শুরুতে কাপড় ও অলংকার ব্যবসার জন্য এটি চালু করা হলেও পরের কয়েক শতকে এটি বৈশ্বিক বাণিজ্যিক হাবে পরিণত হয়েছে, যেটি এখন ইস্তাম্বুল নামে পরিচিত।
গ্র্যান্ড বাজারে কত মানুষ যায় তার কোনো আনুষ্ঠানিক হিসাব নেই। তবে ধারণা করা হয় প্রতিদিন প্রায় ৪ লাখ মানুষ গ্র্যান্ড বাজারে যান। সেই হিসেবে এটি ইস্তাম্বুলের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য।
সূত্র: ডয়চে ভেলে









