ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের আমেরিকা প্রবাসী গোলাপি বেগমের জমি দখলের চেষ্টা করছে ওই গ্রামের একদল লোক। এ বিষয়ে গোলাপি বেগমের বাড়ির কেয়ারটেকার নাসরিন খাতুন নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং: ৭৫৫।
জিডিতে তিনি উল্লেখ করেছেন যে, ১. খোকন ঠাকুর, পিতা মৃত মোসলেম উদ্দিন ঠাকুর, ২. বকুল ঠাকুর, পিতা শাহাবুদ্দিন ঠাকুর, ৩. স্বর্ণা, পিতা হান্নান ঠাকুর, সর্ব সাং: দক্ষিণ কাইচাইল, থানা: নগরকান্দা, জেলা: ফরিদপুর এসব সন্ত্রাসীরা গত ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসরিন খাতুনের বাড়িতে ঢুকে তার স্বামী ইব্রাহিম সরদার ও তার ছেলেদের মারপিট করে গুরুতর জখম করেছে এবং তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। পরবর্তীতে তারা বাড়ির ওয়াল ভেঙে এবং গাছ কেটে বাড়ির ব্যাপক ক্ষতি করেছে।
জানা যায়, মুরাদ ঠাকুর ও বকুল ঠাকুর নামধারী কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালীতার অপব্যবহার করে ভুয়া দলিল, মিথ্যা কাগজপত্র তৈরি করে প্রবাসীদের জমি-সম্পত্তি নিয়ে জটিলতা ও হয়রানির অভিযোগ উঠেছে। মুরাদ ঠাকুর গোলাপি বেগমের সম্পত্তির জাল কাগজপত্র বানিয়ে নিজের সম্পদ বলে দাবি করছে। বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এই অপরাধের প্রভাব আরও ভয়াবহ, কারণ তারা দেশের বাইরে থেকে নিজেদের সম্পত্তি রক্ষায় কার্যত অরক্ষিত অবস্থায় থাকে। এই বাস্তবতায় প্রবাসীদের পক্ষ থেকে স্পষ্ট জোর দাবি করা হয়েছে।
ভুক্তভোগী দাবি জানিয়েছেন, প্রধান উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে সক্রিয় হয়ে এসব অভিযোগের তদন্ত, নজরদারি এবং আইনি ব্যবস্থা নিশ্চিত করতে।
ঘটনার অনুসন্ধানে জানা যায়, বাড়ির মালিক গোলাপি বেগম দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী। বর্তমানে তার আতিয়া দীর্ঘদিন ধরে বাড়িতে বসবাস এবং দেখাশোনা করছে। গোলাপি বেগম আমেরিকায় “পেট্রিয়টস অফ বাংলাদেশ” নামে একটি মানবাধিকার সংগঠনের সঙ্গে জড়িত।
গোলাপি বেগম দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করে সেখানকার প্রবাসীদের মধ্যে দেশপ্রেম সৃষ্টির কাজ করছেন এবং দেশ ও সমাজের উন্নয়নের জন্য দান-অনুদান করছেন। তার দীর্ঘ অনুপস্থিতির কারণে উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসীরা ভুয়া দলিল তৈরি করে জোরপূর্বক তার জমি ও বাড়ি দখলের চেষ্টা করছে। তিনি এ বিষয়টি লিখিতভাবে নগরকান্দা থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানিয়েছেন।
তিনি উক্ত বিষয়টির সম্পর্কে ব্যবস্থা নেবার জন্য আমেরিকায় বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে জানাবেন বলে উল্লেখ করেছেন।
গোলাপি বেগম সরকারের কাছে দাবী তুলেছেন, ‘আমি ও আমার সন্তানরা আইনি অধিকার, মানবাধিকার এবং ন্যায়বিচার পাব। ভূমিদস্যুদের শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’









