ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় জুলহাস মিয়া নামেএক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আলম এশিয়া পরিবহনের বাসটি ফিলিং স্টেশনের সামনে পার্ক করে রাখা ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া (৪০)।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখোশ পরা তিন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা জুলহাস দগ্ধ হয়ে মারা যান।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।









