২৯ ফেব্রুয়ারি আইস্ক্রিনে আসছে রাফীর নির্মাণে নতুন সিনেমা ‘অমীমাংসিত’। সিনেমাটির নামেই আছে রহস্যের গন্ধ। গত সোমবার ১২ ফেব্রুয়ারি এর টিজার ছাড়া হয়। এরপর আসতে থাকে একের পর এক ক্লু।
শনিবার ‘অমীমাংসিত’-এর তিন নম্বর ক্লুটি শেয়ার করা হয়েছে। মাত্র ২৮ সেকেন্ডের ভিডিওটি শুরু হয় একটি টাইপ রাইটার দিয়ে। টাইপ রাইটারটি সামনে নিয়ে ‘ডক্টর রুবিনা’ চরিত্রকে বলতে শোনা গেছে, ‘আমি ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে ডক্টর রুবিনা। এই অমীমাংসিত কেসটির জট খোলার চেষ্টা করছি। আমার বিশ্বাস, খুব দ্রুতই আমরা এর মীমাংসা করবো। আপনাদের সামনে হত্যাকারীদের চেহারা উন্মোচন করতে পারবো।’
এর আগে প্রকাশ পেয়েছিল দুই নম্বর ক্লু। সেখানে কালো কাপড়ে মুখ ঢাকা একজনকে টাইপ রাইটারে টাইপ করতে দেখা যায়। এরপর তার একটি ফোন আসে। ফোনে বলতে শোনা যায়, ‘স্যার আমার রিপোর্ট রেডি। স্যার আমি এই সপ্তাহের মধ্যেই সাবমিট করে দিচ্ছি।’
তারও আগে একটি ক্লু প্রকাশ করা হয় যেটির টাইটেল ‘কে? কেন? কারা? কিভাবে?’ সেখানে ওয়েব ফিল্মটির মুখ্য দুই চরিত্রকে দেখা যায়। তাদের সাথে একটি শিশু। পেছনে যারা আছেন তাদের সবার মুখ কালো কাপড়ে বাঁধা।
এর আগে টিজারে দেখানো হয়েছে, সবাই টাইপিং করে খুনের তদন্ত প্রতিবেদনের নানা দিক তুলে ধরছেন! কিন্তু তাদের চোখ কালো কাপড়ে বাঁধা। কেউ লিখছেন, খুন হয়েছে আনুমানিক রাত দেড়টা-দুইটার দিকে। কেউ লিখছেন, খুনের কারণ পরকীয়া! আবার কেউ লিখছেন, ওরা নিজেরাই নিজেদের নিজেদের খুন করেছে! টিজারটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, এই ‘অমীমাংসিত’ রহস্যের জট আদৌ কি খুলবে?
সময় এগুচ্ছে, ততই ‘অমীমাংসিত’-কে ঘিরে কৌতূহল বাড়ছে দর্শকের। সামাজিক মাধ্যমেও ক্লু-গুলো শেয়ার করে প্রশংসা করছেন অনেকেই। কী রহস্য লুকিয়ে আছে ‘অমীমাংসিত’-তে তা নিয়ে চলছে চর্চা।
টিজার, পোস্টার ও ক্লু-তে ওয়েব ফিল্মটির গল্প রহস্য জিইয়ে রাখলেন রাফী। আপাতত কোনো আভাস দিতে রাজি নন নির্মাতা।
সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আর যাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল তারা কারা তার উত্তর মিলবে মূল সিনেমাতে।
এর আগে সত্য ঘটনা অবলম্বনে দহন, পরাণ এর মতো সিনেমা বানিয়েছিলেন রাফী। ওয়েবের জন্য নির্মাণ করেন জানোয়ার, ফ্রাইডে। প্রায় প্রতিটি কাজই আলোচনায় আসে। ‘অমীমাংসিত’-ও কি তাহলে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত? জানতে হলে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিনোদনের স্মার্ট দুনিয়া স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ‘আইস্ক্রিন’। এই ওয়েব কনটেন্টটি ২৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ।











