কথা বলতে পারছেন না বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। কিন্তু কী হয়েছে তার? মূলত সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় দেখা যায় সুস্মিতা সেনকে, এসময় তার সঙ্গে দেখা যায় তার প্রাক্তন প্রেমিক রহমান শোলকেও। তখনই খেয়াল করা হয় কথা বলতে পারছেন না অভিনেত্রী।
মূলত বান্দ্রা এলাকার একটি ডেন্টাল ক্লিনিকের বাইরে দেখা গেছে সুস্মিতা সেন। সঙ্গে সঙ্গে অভিনেত্রীর ছবি তুলতে তৎপর হয়ে ওঠেন আলোকচিত্রীরা। কিন্তু, ক্যামেরা দেখেই ইশারায় ছবি তুলতে নিষেধ করেন সাবেক এই বিশ্ব সুন্দরী। আর তাতেই সবাই চিন্তিত হয়ে পড়ে কী হলো অভিনেত্রীর?
আসলে বেশ কয়েক দিন ধরেই দাঁতের যন্ত্রণায় ভুগছেন সুস্মিতা। সম্প্রতি সেই সংক্রান্ত কাজেই চিকিৎসকের কাছে যান তিনি। গোটা মুখ অবশ করে দেওয়া হয় তার। তাতেই কথা বলতে অসুবিধা হচ্ছে, এমনকি হাসতেও পারেননি তিনি। তাইতো আলোকচিত্রীদের বুঝিয়ে দেন দাঁতের যন্ত্রণা।
যদিও সুস্মিতা জানান, কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। বরাবরই আলোকচিত্রীদের সঙ্গে সম্পর্ক ভাল অভিনেত্রীর। তাদের উপর কখনই খুব বেশি বিরক্ত প্রকাশ করতে দেখা যায়নি তাকে। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের বাইরে পাপারাজ্জিদের দেখা মাত্রই খানিক অবাক হয়ে জানতে চান, ‘‘এখানে আছি জানলেন কী ভাবে?’ – স্পটবয়









