ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’। দর্শক চাহিদা থাকায় আগেই শুরু হয়েছে এর প্রি-বুকিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেকর্ড পরিমাণে দর্শক ইতোমধ্যে প্রি-বুকিং করেছেন। তাদের মধ্য থেকে বিজয়ী ৫০ জন ১৪ জুন টিম ‘ফিমেল ৪’-এর সঙ্গে প্রিমিয়ার দেখার সুযোগ পাবেন।
নির্মাতা জানান, এর আগে ‘হোটেল রিল্যাক্স’ ও ‘অসময়’ কনটেন্ট দুটির প্রি-বুকিং টপকেছে ‘ফিমেল ৪’।
ছোটপর্দার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় নাটক ‘ফিমেল’-এর নতুন কিস্তি এবার আসছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে। সম্প্রতি মুক্তি পায় ‘ফিমেল-৪’ এর ফার্স্ট লুক এবং টিজার। যেখানে দেখা যায় এই পরিচালকের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সব পরিচিত মুখ। আছেন জিয়াউল হক পলাশ থেকে শুরু করে মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, পাভেল, শিমুল, সুমন পাটোয়ারি, শিবলু মৃধা প্রমুখ।
প্রি-বুকিং প্রসঙ্গে পরিচালক অমি বলেন, আমাদের কনটেন্ট ‘হোটেল রিল্যাক্স’ ও ‘অসময়’ দিয়ে প্রথম প্রি-বুকিং সিস্টেম চালু করেছিলাম। পরপর দুটি কনটেন্ট থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। এবার পূর্বের এই দুটি কনটেন্ট টপকে গেল ‘ফিমেল ৪’। এটাই হায়েস্ট প্রি-বুক।
অমি জানান, বুকিংকারীদের মধ্য থেকে ৫০ জন প্রিমিয়ার দেখতে পারবেন। যারা কনটেন্ট আসার আগেই ২০ টাকা দিয়ে প্রি-বুক করেছে তারা আমাকে ভালোবেসে করছেন। আমার দর্শক যদি শুধুমাত্র হাজার কয়েক মানুষ হন, তাহলে তারাই হাজার মানুষ থেকে লক্ষ-কোটিতে পরিণত করবেন। শুধু ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এর আগে ইউটিউবে ফিমেল-এর তিনটি কিস্তি প্রচারিত হয়। সবগুলো জনপ্রিয়তা পায়। নতুন কিস্তি আসছে ওটিটি। কিন্তু কেন?
অমি বলেন, প্রতিটি কনটেন্ট একটু একটু করে বড় করেছি। ইউটিউবের জন্য আর বড় করার কিছু ছিল না। এজন্য ওটিটির জন্য বানিয়েছে। যারা একবার দেখবে তারা অবশ্যই পছন্দ করবেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। শুধু বলবো, আপনারা একবার হলেও দেখুন। ‘ফিমেল ৪’ ওটিটির জন্য অনেক বড় পরিসরে বানিয়েছি। কনটেন্ট দেখার পর মন্দ লাগলে সমালোচনা মাথা পেতে নেব।









