জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ‘বেস্ট ডিরেক্টর’ হিসেবে ‘পপুলার ক্যাটাগরি’-তে ওটিটি -ইউটিউব দুই মাধ্যমেই পুরস্কার পেয়েছেন।
রবিবার রাতে রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে অনুষ্ঠিত হওয়া ‘বাংলাদেশ এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ ২০২৪-এর আসরে অমি নির্মিত ‘অসময়’ এবং ‘শেষমেশ’ দুটি কনটেন্ট পুরস্কার পায়।
এই প্রাপ্তিতে দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কাজল আরেফিন অমি জানান, এটি দর্শকদের ভালোবাসায় সম্ভব হয়েছে।
তিনি বলেন, সবসময় দর্শকদের জন্য কাজ করি। তাদের ভালোবাসাই আসল পুরস্কার। অসময়, শেষমেশ দুটি কনটেন্টই রিলিজের পর দর্শকদের ভালোবাসা পেয়েছিল।
”এবার পপুলার ক্যাটাগরিতে সম্মাননা নিয়ে এলো। যারা পুরস্কার দিয়েছেন তাদের ধন্যবাদ, সঙ্গে দর্শকদের প্রতি রইলো কৃতজ্ঞতা।” বলছিলেন অমি।
নির্মাতা হিসেবে অমি এই প্রজন্মের দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে তিনি তার ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের কারণে ‘তারকা নির্মাতায়’ পরিণত হয়েছেন। সাফল্যের ধারাবাহিকতায় সিরিয়ালটির পঞ্চম সিজন প্রচার হচ্ছে চ্যানেল আই, বঙ্গ অ্যাপ এবং বুম ফিল্মসের ইউটিউবে।
কথা প্রসঙ্গে অমি জানান, গত কয়েক বছরে তিনি তার নির্মিত কনটেন্টগুলো দিয়ে যত পুরস্কার পেয়েছেন, সবগুলোই পপুলার ক্যাটাগরি-তে। আরও জানালেন, কখনও ক্রিটিকস ক্যাটাগরির পুরস্কার আসেনি তার হাতে। অমি বললেন, এ নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
অমি বলেন, ক্যারিয়ারে যত অ্যাওয়ার্ড পেয়েছি, সবগুলো পপুলার ক্যাটাগরিতে। বেশি পপুলার মানুষদের মনে হয় ক্রিটিকসরা পছন্দ করে না। পুরস্কার পেয়েছি এতেই সম্মানিত বোধ করি। কোন ক্যাটাগরি এটা আমার কাছে ম্যাটার করে না। আসলে আমি সবসময় কাজ করি দর্শকের জন্য। দর্শকরাই আমাকে প্রতিবার জিতিয়ে দেয়। এজন্য সবসময় তাদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
ওটিটি-ইউটিউবে ‘বেস্ট ডিরেক্টর’র পাশাপাশি অমি নির্মিত ‘অসময়’, ‘শেষমেষ’ কনটেন্ট দুটি দিয়ে বঙ্গ, ক্লাব ইলিভেন ওটিটি এবং ইউটিউব প্ল্যাটফর্মের পুরস্কার পেয়েছে। এছাড়া পপুলার ক্যাটাগরিতে দুটি কনটেন্টের জন্য জিয়াউল হক পলাশ এবং মনিরা মিঠুও পুরস্কার পেয়েছেন।









