স্বল্পদৈর্ঘ্য কিংবা নাটক, শুরুতে যে যাই নির্মাণ করুক- প্রায় সবারই প্রধান লক্ষ্য থাকে সিনেমা নির্মাণ! বড়পর্দার জন্য সিনেমা বানানোর স্বপ্ন লালন করেন না, এমন নির্মাতা খুঁজে পাওয়া দুস্কর। ব্যতিক্রম নন সময়ের জনপ্রিয় নাট্য নির্মাতা কাজল আরেফিন অমিও!
অন্য অনেকের মতো সিনেমা বানানোর স্বপ্ন নিয়েই নির্মাণে হাতেখড়ি তার। নাটক নির্মাণে এরইমধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অমি। বলতে গেলে, তার নাটক মানেই এখন সুপারহিট! সেটা টেলিভিশন হোক, কিংবা হোক ইউটিউব কিংবা ওটিটি প্লাটফর্ম!
সিনেমা নির্মাণের স্বপ্ন নিয়ে ক্যারিয়ার শুরু করলেও লক্ষ্যে পৌঁছানো সবার সম্ভবপর হয়ে উঠে না। লক্ষ্যচ্যুত হন অনেকে। পরবর্তীকালে আক্ষেপ করতেও দেখা যায়। তবে নিজের লক্ষ্যে অটল আছেন অমি। বরং ইউটিউব, ওটিটি কিংবা টেলিভিশনের জন্য একের পর এক নিজের নির্মাণ ব্যস্ততাকে দেখছেন সিনেমা নির্মাণের প্রস্তুতি হিসেবে।
যদিও বেশীরভাগ সময় এখন দর্শকের কাছ থেকে অমিকে সবচেয়ে বেশী শুনতে হয়, ‘কবে সিনেমা নির্মাণে পা রাখবেন?’ এ নিয়ে এবার কথা বললেন সময়ের এই হিট নির্মাতা!
সম্প্রতি অমি নিজের সিনেমা নির্মাণ প্রসঙ্গে বলেন,“আমি আসলে সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে মিডিয়াতে কাজ শুরু করি। সেই স্বপ্নের সিঁড়ি হিসেবে ২০১০ সালে ইফতেখার আহমেদ ফাহমি ভাইয়ের হাত ধরে পথ চলা শুরু। ২০১৪ সালে প্রথম নিজে ডিরেকশন দেই, ২০১৬ সাল থেকে টিভিতে রেগুলার কাজ শুরু করি, তারপর ২০১৮/১৯ হতে নিয়মিত হই ইউটিউবে, ২০২২/২৩ হতে ওটিটিতে কাজ শুরু করি। এখন ওটিটিতে নিয়মিত বলতে পারেন। আমি চাই সিনেমা বানাতে, সেটার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছি, শিখছি, ভুল করছি, আবার নিজেকে সংশোধন করছি।”
তার এমন মন্তব্যের পর অনেকে নড়েচড়ে বসেছেন। ভক্ত অনুরাগীরা জানিয়েছেন শুভ কামনা। তবে নিজের লালিত স্বপ্নের কথা জানানোর পাশাপাশি ওটিটির জন্য নিজের নতুন কাজের খবরও দিলেন অমি।
নিজের সিনেমা নির্মাণের প্রসঙ্গ টেনে ওটিটির জন্য কাজটি নিয়ে দর্শকের উদ্দেশে অমি বলেন,“আপনারা যারা আমাকে এত ভালবাসা দিয়েছেন, আমি বিশ্বাস করি আমার সিনেমা হলে গিয়ে আপনারা অবশ্যই দেখবেন, চিৎকার করবেন। আপাতত আমাকে আর একটু তৈরি হবার সুযোগ দিন, সাহস দিন, ভালোবাসা দিয়ে পাশে থাকুন, সব সময় যেমনটা থাকেন। ‘ফিমেল ৪’ আসছে বঙ্গ ওটিটিতে। আপনাদের ভালোবাসা দিয়ে ওটিটিতে আরও একটি নতুন রেকর্ড গড়তে চাই।”
এরআগে রাজধানীর ব্যাটারি গলি নামে এক মহল্লার গল্প নিয়ে ‘ফিমেল’ নাটকের তিন কিস্তি বানিয়ে দারুণ সাড়া ফেলেছেন অমি। সব কটি কিস্তিই ইউটিউবে দর্শকের মাতিয়েছে। সেই আগ্রহ ও দর্শক চাহিদায় নির্মিত হয়েছে চতুর্থ কিস্তি ‘ফিমেল ৪’। আসন্ন কোরবানির ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘ফিমেল ৪’ এর শুটিং এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা।









