বাংলাদেশের যতগুলো ওটিটি প্ল্যাটফর্ম আছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রি-বুকিংয়ে রেকর্ড গড়েছিল কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফিমেল ৪’। প্রতিবারের মতো এবারও নিজের রেকর্ড নিজেই ভাঙলেন জনপ্রিয় এই নির্মাতা।
তার নতুন সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ আগের সেই রেকর্ড ভেঙে দিয়েছে, যা ওটিটি ইন্ডাস্ট্রির জন্য অনন্য নজির!
১ জুন সংবাদ সম্মেলন করে কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছিলেন, পবিত্র ঈদুল আযহার রাত থেকে একসঙ্গে ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে আগে থেকে প্রি-বুকিং করা যাবে।
নির্মাতার সেই ঘোষণায় ব্যাচেলর পয়েন্টের অনুসারীদের মধ্যে হুলস্থূল লেগে যায়। দেশ-বিদেশ থেকে দর্শকরা নাটকটি প্রি-বুক করতে শুরু করেন।
কাজল আরেফিন অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর প্রি-বুকিংয়ে যেটা ঘটছে, বাংলাদেশের ওটিটি মার্কেট তা আগে কখনো দেখে নাই। পরিস্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এই অ্যাচিভমেন্ট আমার একার বা বঙ্গের না, বাংলাদেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য এটি একটি অ্যাচিভমেন্ট।
ওটিটিতে সর্বোচ্চ রেকর্ড ছিল অমির বানানো ‘ফিমেল ৪’, সেই তুলনায় ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন আরও তিনগুণ রেসপন্স পাচ্ছে জানিয়ে নির্মাতা বলেন, ‘ফিমেল ৪’র চেয়ে নতুন সিজন রিলিজের আগেই প্রি-বুকিংয়ে বেশি রেসপন্স এসেছে, বিশ্বের প্রায় ৫০টি দেশ থেকে দর্শক প্রি-বুকিং করেছে।
অমি বলেন, এবার আমি ব্যাচেলর পয়েন্টের প্রযোজক। তাই আমার কাছে ড্যাশবোর্ড রয়েছে। দর্শকের প্রি-বুকিং চাপটা দেখতে পাচ্ছি। তবে আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না। বঙ্গ কর্তৃপক্ষ নিজেই এই বিষয়টি আনন্দের সঙ্গে দর্শকদের সঙ্গে শেয়ার করবেন।
মজার অভিজ্ঞতা শেয়ার করে অমি বলেন, আমার সন্তানের আকিকার জন্য হাটে গিয়েছিলাম। যার থেকে খাসি কিনেছি সেও বলেছে, ভাই একসাথে আট এপিসোড দেখার জন্য পাশ কিনে ফেলেছি। টাকা দিয়ে দেখতে কোনো অসুবিধা নাই, কারণ যে আনন্দ পাই সেটা ৪০ টাকার কাছে কিছু না। আসলে প্রচুর মানুষ পাশ কিনেছে। একসাথে আটপর্ব দেখার বিষয় দর্শক অনেক পজিটিভাবে গ্রহণ করেছে।
ঈদের দিন একসঙ্গে নতুন ৮ এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। দেখতে হলে ৪০ টাকায় সাবস্ক্রাইব করতে হবে। পরের মাসে অর্থাৎ জুলাইয়ে প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গ অ্যাপে আরও ৮ এপিসোড রিলিজ হবে।
জুলাইয়ে একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে। পরদিন (শুক্রবার) রাত ৯ টায় বুম ফিল্মসের ইউটিউবে দ্বিতীয় এপিসোড রিলিজ হবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইতে দেখা যাবে।
এভাবে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।









