অলিম্পিকের আয়োজক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। কিন্তু সংস্থাটির কোনো পুরস্কার ঘোষণার আগেই সোনাজয়ীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করে বসল বিশ্ব অ্যাথলেটিকস। প্যারিস অলিম্পিকে সোনাজয়ীরা সংস্থাটির পক্ষ থেকে পাবেন প্রায় ৫৫ লাখ করে টাকা।
গ্রীষ্মে প্যারিসে ট্র্যাক এন্ড ফিল্ডে হওয়া ৪৮টি ইভেন্টের প্রতিটি সোনার জন্য ৫০ হাজার ডলার দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব অ্যাথলেটিকস। তারা আরও জানিয়েছে রুপা এবং ব্রোঞ্জ পদকের জন্য পুরস্কারের অর্থ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮ থেকে বাড়ানো হবে।
ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের এমন সিদ্ধান্ত অলিম্পিক কমিটির জন্য কিছুটা বিব্রতকর। কারণ সংস্থাটি অংশগ্রহণকারী অথবা পদকজয়ী কাউকে অর্থ দেয় না। তারা এটা নিয়েও বিতর্ক করে যে, খেলায় অংশগ্রহণই সকলের জন্য বড় পুরস্কার।
পুরস্কারের সিদ্ধান্তের ব্যাখ্যায় বিশ্ব অ্যাথলেটিকসের সভাপতি সেব কো জানিয়েছেন, অ্যাথলেটদের পুরস্কৃত করতে প্রতিবছর ২.৪ মিলিয়ন অর্থ পান- ‘অলিম্পিকে সোনাজয়ীদের জন্য অর্থের ঘোষণা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। যদিও একটি অলিম্পিক পদক জেতার জন্য বাজারযোগ্য মূল্য নির্ধারণ রাখা অসম্ভব।’







