সোমবার গ্রেট ব্রিটেন রাগবি দল হেরে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। পরে ব্রিটিশ রাগবি খেলোয়াড় এমি উইলসন হার্ডির বিরুদ্ধে বর্ণবাদী বার্তার অভিযোগ উঠেছে। গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
বিওএ’র মুখপাত্র জানিয়েছেন, ‘ব্রিটিশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ছবির বিষয়ে জানতে পেরেছে। যে পোস্ট করেছে তা বর্ণবাদে অভিযুক্ত হচ্ছে এবং সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।’
হার্ডির ওয়াটসঅ্যাপ বার্তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে। ছবিটি যিনি পোস্ট করেছেন, তিনি খেলোয়াড়কে বর্ণবাদে অভিযুক্ত করেছেন।
প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে হার্ডির খেলা ম্যাচে ১৭-৭ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে হারে গ্রেট ব্রিটেন। দলটির পদকের আশা শেষ হয়ে যায়। বুধবার হার্ডিরা স্টেড ডি ফ্রান্সে চীনের বিপক্ষে খেলবে। যার মাধ্যমে পঞ্চম ও অষ্টম স্থান নির্ধারিত হবে।









