প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনে ব্রাজিলিয়ান এক নারী সাঁতারুকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ছেলেবন্ধুর সাথে অলিম্পিক ভিলেজের বাইরে যাওয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে। তাকে ফেরত পাঠানোর তথ্য জানিয়েছে ব্রাজিলিয়ান প্যারিস অলিম্পিক কমিটি।
ব্রাজিলে ফেরত পাঠানো সাঁতারুর নাম অ্যানা ক্যারোলিনা ভেইরা এবং তিনি ৪০০ মিটার ফ্রি-স্টাইল রিলে দলের অ্যাথলেট। ২৭ জুলাই হওয়া হিটে ১২তমে ফাইনাল মঞ্চে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন।
ভেইরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সেখান থেকে আমার কোনো জিনিসপত্র ছাড়াই চলে আসতে হয়েছে। আমি জানি না কী করব। আমি শটস পরেই এয়ারপোর্টে চলে এসেছি। আমি পর্তুগালে, এখান থেকে সাও পাওলোতে যাব।’
তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ভেইরা ছেলেবন্ধুর সাথে এবং অন্য সাঁতারু গ্যাব্রিয়েল সান্তোস প্যারিস ঘুরে দেখতে বাইরে বের হন। ব্রাজিলিয়ান অলিম্পিক কমিটি বিষয়টিকে ‘বিশৃঙ্খলা’ হিসেবে উল্লেখ করেছে।
২২ বর্ষী ভেইরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর বিষয়টি সামনে আসে। এ ঘটনায় ক্ষমা চাওয়ায় সান্তোসকে সতর্ক করা হয়েছে।









