এই ঈদের টেলিভিশন বিনোদনে যুক্ত হচ্ছে আরেকটি বিশেষ সংযোজন—‘ভালোবাসার ঘ্রাণ’। রাজু আলীমের রচনায় এবং হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত এই টেলিফিল্মটি প্রচারিত হবে ঈদের ৮ম দিন (শনিবার) সকাল ১১টায়, চ্যানেল আই-এর পর্দায়।
বিষয়টি জানিয়েছেন রাজু আলীম। টেলিফিল্মটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সজল ও বিদ্যা সিনহা মিম। এই জুটির রসায়ন এবং প্রেমের গল্প দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘ভালোবাসার ঘ্রাণ’ টেলিফিল্মটির গল্প আবর্তিত হয়েছে এক ভিন্নধর্মী প্রেমের আবহকে কেন্দ্র করে, যেখানে ভালোবাসা আসে নীরবভাবে, ছোট ছোট মুহূর্তে। গল্পে প্রেম আছে, ভুল বোঝাবুঝি আছে, আবার আছে সম্পর্কের গভীরতায় ডুবে যাওয়ার আবেগও।









