ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় আবদুল মালেক নামের ৬৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন মজু হাওলাদার নামে আরেক বৃদ্ধ। এ ঘটনায় মমতাজ নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৩ মে বেলা ১১টার দিকে শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ নিহত মালেক ও তার ভাইদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও রয়েছে একাধিক। ২১ তারিখ সদর উপজেলা নির্বাচনে বিজয়ী ও পরাজিত দুই পক্ষের সমর্থক হিসেবে তারা আলাদাভাবে পক্ষ বিপক্ষ নিয়ে কাজ করেছে। এরা ৫ ভাই। ঘটনার দিন কথা কাটাকাটির জের ধরেই আবদুল মালেককে প্রতিপক্ষ ভাই ও ভাতিজা মিলে কিলঘুষি মারে।
তারা বলেন, আত্মীয়স্বজন কারও কথাই শুনে না তারা। একপর্যায়ে হামলায় নিজ ঘরেই মারা যান আবদুল মালেক। আহত হন মজু হাওলাদার। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে কেউ কেউ বলছে গলায় পা দিয়ে হত্যা করা হয় মালেককে।
আতিরিক্ত পুলিশ সুপার রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কথা শুনে পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যান। ওই বাড়ি থেকে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয় মমতাজ নামের এক নারীকে।
তিনি বলেন, জমি-জমা বিষয়েই এ ঘটনা ঘটেছে। তবে তদন্তপূর্বক মূল ঘটনা জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।









