নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী খালি জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। পরে ডেমরা ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে জাহাজে অবস্থান করা ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীতে সাংহাই-৮ নামে জাহাজে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক এন্ড সার্জারি বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।
দগ্ধরা হলেন, হুমায়ন কবীর, রাফি, ইমতিয়াজ সোহেল, রুবেল ও ইমন । তারা ছয়জনই জাহাজের কর্মরত শ্রমিক। দুর্ঘটনার সময় কেবিনে ঘুমিয়ে ছিল তারা।

ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় কিংফিশারী ডকইয়ার্ডে মেরামত জন্য নোঙ্গর করা সাংহাই-৮ নামের একটি তেলবাহী খালি জাহাজে রাতে ইঞ্জিন রুমে হঠাৎ আগুন লেগে যায়।
তিনি বলেন, এ সময় জাহাজে কেবিনে থাকা ৬ শ্রমিক দগ্ধ হয়। তাৎক্ষণিক দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।








