রাজধানীর মহাখালীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের কার্যালয়ের সামনে তাঁবু টানিয়ে দাপ্তরিক কাজ করছেন সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সরেজমিন দেখা যায়, নথিপত্র অফিসের ভেতরে থাকায় কাজ করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। ভবনটিকে কাজের উপযোগী করতে প্রায় একমাস সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেতু বিভাগের অতিরিক্ত সচিব জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কার না হওয়া পর্যন্ত তাবু টানিয়ে কাজ চলবে।
কোটা আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর মহাখালীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। বর্তমানে পুরো ভবন জুড়ে রয়েছে পোড়া আগুনের গন্ধ আর ক্ষতচিহ্ন। এ অবস্থায় ভবনের সামনে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে দাপ্তরিক সব কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, আগুনে ভবনের দ্বিতীয় তলা পর্যন্ত পুড়ে গেছে। অবকাঠামোর ক্ষতি ছাড়াও মালামাল লুট হয়েছে ভবনটিতে।









