টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের উৎসবমুখর সময়ে চ্যানেল আইয়ের পর্দায় আসছে গুণী নির্মাতা, অভিনেত্রী আফসানা মিমি পরিচালিত ‘অফ দ্য মার্ক’। ইন অ্যাসোসিয়েশন উইথ লংকাবাংলা ‘অফ দ্য মার্ক’ নিবেদন করেছে এসিআই ফান সুপার চ্যাম্প কেক।
আফসানা মিমি জানান, ক্রিকেট নিয়ে পারিবারিক গল্পের এই নির্মাণটি ইতোমধ্যে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে। এবার চ্যানেল আইয়ের দর্শকরাও এটি দেখতে পারবেন।
শুক্রবার (৭ জুন) বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের দর্শকরা এটি উপভোগ করতে পারবেন। টেলিভিশনে সম্প্রচারের আগের দিন (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ এর পর্বে শিশুশিল্পীদের নিয়ে উপস্থিত থাকবেন আফসানা মিমি। কথা বলবেন ‘অফ দ্য মার্ক’ নিয়ে। এই পর্বে তার সাথে উপস্থিত থাকবেন আরহাম, শমো, আনাস এবং আরিবা।
সাধারণ গল্পে নির্মিত হয়েছে ‘অফ দ্য মার্ক’- এমনটা জানিয়ে মিমি বলেন, “১৪ বছরের এক কিশোরের স্বপ্নপূরণের গল্পে নির্মিত হয়েছে এটি। সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি, সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।”
‘অফ দ্য মার্ক’ এর বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। এতে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ।









