ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে টেম্বা বাভুমার নেতৃত্বে ১৫ জনের দল দিয়েছে সাউথ আফ্রিকা। গত মার্চে চোটে পড়া স্পিনার কেশব মহারাজ সেরে ওঠায় জায়গা পেয়েছেন।
জায়গা পাওয়া আটজনই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন। বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত জেরাল্ড কোয়েটজি আছেন। দুই ওয়ানডে খেলে ডানহাতি পেসারের ঝুলিতে আছে ৫ উইকেট।
তারকা উইকেটরক্ষক-ব্যাটার ডি কক বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় আছেন। শেষটা তিনি বিশ্বকাপে রাঙাতে মুখিয়ে।
রেজা হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং রসি ফন ডার ডুসেনের মতো ব্যাটাররা আছেন প্রোটিয়াদের বিশ্বকাপ ভরসায়।
পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা, এইনরিখ নর্টজে এবং লুনগি এনগিদি। স্পিন সামলানোর জন্য থাকছেন কেশব মহারাজ এবং তাবরাইজ শামসি।
সাউথ আফ্রিকার বিশ্বকাপ দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিদি, এনরিখ নর্টজে, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ফন ডার ডুসেন।







