রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে না ভারত। অনেক নাটকীয়তার পর হাইব্রিড মডেলে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত হলেও, পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা সেটির সমাধান হয়নি। সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে বাবর আজমের দল। এরমাঝেই ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত করল আইসিসি।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান খেলবে ৩১ অক্টোবর, ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনস। পিসিবির আপত্তি সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হতে চলেছে। হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে ১৫ অক্টোবর।
এরআগে অবশ্য ৬ অক্টোবর ও ১২ অক্টোবর হায়দরাবাদে আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচ দুটির প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি এখনও। বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল হবে খেলাগুলোর প্রতিপক্ষ।
বিশ্বকাপের খসড়া সূচি নিয়ে আপত্তি ছিল পিসিবির। দুটি ভেন্যু পরিবর্তন আনার দাবি জানিয়ে তারা আইসিসিতে চিঠিও পাঠিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে খেলবে পাকিস্তান, আফগানিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে।
পিসিবি চেয়েছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি চেন্নাইয়ে আর আফগানদের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলতে। দুই ভেন্যুর পরিবর্তন করলে ফেভারিট হিসেবে মাঠে নামতে পারবে বলে মনে করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। চূড়ান্ত সূচিতে তাদের দাবি পূরণ করা হয়নি।
এক নজরে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ সূচি
পাকিস্তান-কোয়ালিফায়ার-১ (হায়দরাবাদ, ৬ অক্টোবর)
পাকিস্তান-কোয়ালিফায়ার-২ (হায়দরাবাদ, ১২ অক্টোবর)
ভারত-পাকিস্তান (আহমেদাবাদ, ১৫ অক্টোবর)
অস্ট্রেলিয়া-পাকিস্তান (বেঙ্গালুরু, ২০ অক্টোবর)
পাকিস্তান-আফগানিস্তান (চেন্নাই, ২৩ অক্টোবর)
পাকিস্তান-সাউথ আফ্রিকা (চেন্নাই, ২৭ অক্টোবর)
বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর)
নিউজিল্যান্ড-পাকিস্তান (বেঙ্গালুরু, ৪ নভেম্বর)
ইংল্যান্ড-পাকিস্তান (কলকাতা, ১২ নভেম্বর)







