বিশ্বকাপে উড়ছে সাউথ আফ্রিকা। আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচেই বড় জয় পেয়েছে তারা। তৃতীয় ম্যাচে লড়ছে শুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে। রাবাদা-জানসেনদের তোপে শুরুতে চাপে পড়ে নেদারল্যান্ডস। পরে স্কট এডওয়ার্ডসের দুর্দান্ত ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে তারা। ডাচদের দেয়া ২৪৬ রানের লক্ষ্য ছুঁতে পারলেই তিন ম্যাচের তিনটিতেই জয় পাবে টেম্বা বাভুমার দল।
ধর্মশালায় সাউথ আফ্রিকা-নেদারল্যান্ডস ম্যাচের আগে হানা দিয়েছিল বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা পর খেলা গড়ায় ৪৩ ওভার করে। টসে জিতে ডাচদের আগে ব্যাটে পাঠায় প্রোটিয়ারা। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৪৫ রানে থামে নেদারল্যান্ডস।
প্রোটিয়া বোলারদের সামনে শুরুর দিকে খুব একটা সুবিধা করতে পারেননি ডাচ ব্যাটাররা। জানসেন-রাবাদাদের তোপে নিয়মিত বিরতিতেই হারিয়েছে উইকেট। শেষের দিকে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ফিফটি ও রোয়েলফ ফন ডের মেরউই ও আরিয়ান দত্তের ঝড়ো ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে নেদারল্যান্ডস।
২৪৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করে থেমেছে তারা। ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন এডওয়ার্ডস। ৬৯ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ডাচ অধিনায়ক। ১৯ বলে ২৯ রান করে আউট হন রোয়েলফ। আরিয়ান দত্ত অপরাজিত ছিলেন ৯ বলে ২৩ রান করে।
এছাড়া তেজা নিদামানুরু ২৫ বলে ২০ রান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৭ বলে ১৯ রান করেছেন। বাকীদের কেউই উল্লেখযোগ্য করতে পারেননি।
প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মার্কো জানসেন, লুনগি এনগিদি ও কাগিসো রাবাদা। এছাড়া কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি একটি করে উইকেট নেন।







