২০০৩ বিশ্বকাপে ভরাডুবির পর গঠন করা হয়েছিল তদন্ত কমিটি। এবারও প্রয়োজন হলে কমিটি গঠন করা হবে বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ২০২৩ বিশ্বকাপে ভরাডুবির পেছনে বোর্ডেরও দায় আছে বলে স্বীকার করলেন তিনি।
সেমিফাইনালের লক্ষ্য নিয়ে ভারতে খেলতে গিয়ে মাত্র দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল। দেশে ফিরে এসেছে গত ১২ নভেম্বর। ছয় দিন কেটে গেলেও এখনো বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে মুখ খোলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আজ এক সংবাদ সম্মেলনে নিজেদের দায় স্বীকার করে নিলেন বিসিবি পরিচালক। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।
শনিবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এসে জালাল ইউনুস বলেন, ‘আমরা টিম রিপোর্ট চেয়েছি। প্রধান কোচকে একটা রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর একটা রিপোর্ট দেবে বলেছে। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’
চলতি মাসের শেষে বোর্ড মিটিংয়ে সে রিপোর্ট নিয়ে আলোচনা করবেন পরিচালকরা। আলোচনার পর প্রয়োজন মনে করলে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জালাল।
‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। অবশ্যই, টিম খারাপ করলে আমাদের সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকে নিতে হবে, এটাতো আমরা স্বীকার করে নিয়েছি।’
‘আপনারাও জানেন এ ধরণের ফল যে হবে, আমরা প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল, সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।’







