ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ শুরুর দেড়মাসও বাকি নেই। এমন সময় অস্ট্রেলিয়ার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের চোট।
টি-টুয়েন্টি এবং ওয়ানডে সিরিজ খেলার জন্য অজিরা এখন সাউথ আফ্রিকা সফরে রয়েছে। ডারবানে দলের প্রথম অনুশীলনের সময় বাঁ-পায়ের গোড়ালিতে চোট পান ম্যাক্সওয়েল।
বুধবার থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ৩৪ বর্ষী ম্যাক্স সিরিজ থেকে ছিটকে গেছেন। পরিবর্তে টি-টুয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন ম্যাথু ওয়েড।
প্রথম সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকার জন্য প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগেই ম্যাক্সওয়েলের দেশে ফেরার কথা ছিল। চোটের কারণে তাকে আরও আগেভাগে ফিরতে হচ্ছে।
অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেছেন, ‘আমরা সতর্কতামূলক পন্থা অবলম্বন করছি। বিশ্বকাপের আগে ভারতের মাটিতে তাদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে খেলানোর জন্য আমরা তার ফিটনেস ফিরে পাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করব।’








