ভারত বিশ্বকাপে হতশ্রী অবস্থা বাংলাদেশের। জয় দিয়ে আসর শুরু করলেও টানা ছয় হারে সবার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতার পর বোলাররাও আলো ছড়াতে পারেনি ম্যাচে। ৭ উইকেটের পরাজয়ের পর টাইগার অধিনায়ক স্বীকার করেছেন নিজেদের ব্যর্থতার কথা। জানালেন, চেষ্টা করেও ফল পাচ্ছেন তারা।
ইডেনে টসে জিতে আগে ব্যাটে নেমে ২০৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে নেমে ১০৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
ব্যাটারদের এমন ভরাডুবিতে হতাশ সাকিব আল হাসান। পুরস্কার বিতরণী মঞ্চে টাইগার অধিনায়ক বলেছেন, ‘যথেষ্ট রান হয়নি, উইকেট সত্যিই ভালো ছিল। শুরুর দিকে আমরা আজও উইকেট হারিয়েছি। কিছু জুটি হয়েছিল, কিন্তু সেগুলো বড় হয়নি। ব্যাট হাতে যা হতাশাজনক। এটা (ব্যাটিং পজিশন) নিয়ে আমাদের ভাবতে হবে। টপ চার ব্যাটসম্যানের কাছ থেকে আমরা বেশি রান পাচ্ছি না।’
‘আমি নিজেও চারে ব্যাট করছিলাম, কিন্তু রান পাচ্ছিলাম না। যদিও আমার আত্মবিশ্বাস কম ছিল। সৌভাগ্যবশত আমি আজ কিছু রান পেয়েছি, এখন ভালো ফিল হচ্ছে। এই মুহুর্তে অনেক কিছু পরিবর্তন করা আসলে কঠিন হয়ে যায়। তবে আমাদের এগিয়ে যেতে হবে।’
‘আমরা জোর দিয়েই ভালো করার চেষ্টা করছি, কিন্তু এটি কাজে দিচ্ছে না। এই মূহুর্তে আমাদের একসঙ্গে পারফর্ম করতে হবে। আমাদের যৌথভাবে পারফর্ম দরকার, যা হচ্ছে না। আমরা উত্তর খুঁজে চলছি, কিন্তু পাচ্ছি না।’
পরের দুটি ম্যাচ জিতে এবারও সমর্থকদের কিছু দেয়ার আশা দিয়েছেন সাকিব। বলেছেন, ‘আরও দুটি ম্যাচ আছে, আশা করছি আমরা বাউন্স ব্যাক করতে পারব। আমরা যেখানেই যাই, তারা (ভক্তরা) আমাদের সমর্থন করে চলেছে। আমরা তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।’








