বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮১ রানে হেরেছে নেদারল্যান্ডস। তবে অলরাউন্ড নৈপুন্যে নজর কেড়েছেন ডাচ ক্রিকেটার বাস ডে লিডে। বল হাতে দাপটের পর ব্যাট হাতে করেছেন ৬৭ রান। চার পাকিস্তানি ব্যাটারকে ফিরিয়ে বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে সেরা বোলিং রেকর্ডে বাবা টিম ডে লেডের পাশাপাশি অবস্থান করছেন ২৩ বর্ষী অলরাউন্ডার।
হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে ৯ ওভার বল করে ৬২ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। দুর্দান্ত বলে ফেরান মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, শাদাব খান ও হাসান আলীকে। বৈশ্বিক আসরে ডাচদের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এটি। যদিও ২৩ বর্ষী অলরাউন্ডার একাই এই রেকর্ডের মালিক নন। যেখানে তার আগেই এই রেকর্ড গড়েছেন বাবা টিম ডে লেডেসহ আরও তিন বোলার।
২০০৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩৫ রানে ৪ উইকেট শিকার ধরেছিলেন তার বাবা টিম। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য থাকার পর ম্যাচটিতে প্রথম সাফল্য পেয়েছিলেন টিম। একই আসরে নামিবিয়ার বিপক্ষে সমান ৪২ রানে ৪টি করে উইকেট নেন ফেইকো ক্লোপেনবার্গ ও আদিল রাজা।







