ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ টি-টুয়েন্টির সিরিজের দিয়েছে সাউথ আফ্রিকা। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ফের দলে এসেছেন পেসার এনরিখ নর্টজে। শেষবার টি-টুয়েন্টি খেলেছিলেন ভারতের বিপক্ষেই বিশ্বকাপ ফাইনালে।
৩০ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে সাদা বলের সিরিজের সূচনা করবে ভারত ও সাউথ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি দুদল খেলবে ৯ ডিসেম্বর।
ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে প্রোটিয়ারা। ইডেন গার্ডেনসে স্বাগতিকদের ৩০ রানে হারায় সাউথ আফ্রিকা। ২২ নভেম্বর সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুদল।
প্রোটিয়া ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), অটেনিল বার্টম্যান, কোরবিন বোশ, ম্যাথিউ বিট্রজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, রুবিন হারম্যান, কেশভ মহারাজ, মার্কো জানসেন, প্রেনলান সুব্রায়ান।
প্রোটিয়া টি-টুয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), অটেনিল বার্টম্যান, কোরবিন বোস, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, ডেভিড মিলার, লুনগি এনগিদি, এনরিখ নর্টজে, ত্রিস্তান স্টাবস, কেশভ মহারাজ।









