রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন নিজে যখন রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি আমদানি করে, তখন ভারতের রুশ তেল কেনা নিয়ে তাদের আপত্তি তেমন যৌক্তিক নয়।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করে পুতিন বলেন, ভারত–রাশিয়া জ্বালানি সহযোগিতা রাজনৈতিক টানাপোড়েন বা ইউক্রেন যুদ্ধের প্রভাবমুক্ত। তার দাবি, ভারতের বৈশ্বিক প্রভাব বাড়তে থাকায় কিছু পক্ষ দেশটিকে রাজনৈতিকভাবে দুর্বল করতে চাইছে।
দুই দিনের সফরে পুতিন বর্তমানে ভারতে অবস্থান করছেন। বিমানবন্দরে আলিঙ্গন, পরে মোদির বাসভবনে নৈশভোজ। সব মিলিয়ে সফরকে ঘিরে দুই নেতার ব্যক্তিগত উষ্ণতা স্পষ্টভাবে ধরা পড়ে। মোদি বলেন, ভারত–রাশিয়া সম্পর্ক সময়–পরীক্ষিত এবং দুই দেশের জনগণ এ সহযোগিতার সুফল পাচ্ছে।
গত কয়েক বছরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালের আগে যেখানে আমদানি ছিল মোট প্রয়োজনের মাত্র ২ দশমিক ৫ শতাংশ, বর্তমানে তা দাঁড়িয়েছে প্রায় ৩৬ শতাংশে। এতে ভারতীয় রিফাইনারিগুলো প্রতি ব্যারেলে গড়ে ১২ দশমিক ২০ ডলার পর্যন্ত সাশ্রয় করছে।
ট্রাম্প প্রশাসনের আরোপিত ৫০ শতাংশ শুল্ক এবং রুশ তেল কোম্পানিগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা ভারতীয় রিফাইনারিগুলোকে রুশ তেল আমদানি কমাতে বাধ্য করছে। ইতিমধ্যে রিলায়েন্স ঘোষণা করেছে। রাশিয়া থেকে তেল প্রক্রিয়াজাত করে উৎপাদিত পেট্রোলিয়াম তারা আর রপ্তানি করবে না।









