দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার (কালচার অ্যান্ড এন্টারটেইনমেন্ট) মনজুর কাদের জিয়ার বাবা নুরুল আবসার আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
বার্ধক্যজনিত কারণে নুরুল আবসারকে গত ২৮ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বুধবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।
নুরুল আবসার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ও চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী সোমনুর মনির কোনালের শ্বশুর।
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বড় দারোগার হাটের উত্তর ফেদাই নগরের বাসিন্দা নুরুল আবসারকে শুক্রবার বাদ জুমা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।









