প্রতি বছর ফিফা সদস্যভুক্ত দেশগুলোর জাতীয় দল কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা হিসেবে একজনকে বেছে নেয়া হয়। পর্তুগালের নিয়মিত অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দল অধিনায়ক হিসেবে ফিফা দ্য বেস্ট পুরস্কারে তার ভোটাধিকার আছে, সেটা কাজে লাগাননি। তার জায়গায় ভোট দিয়েছেন বের্নার্দো সিলভা। আগেও বেশ কয়েকবার ভোটে অংশগ্রহণ করেননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে জমকালো আয়োজনে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে গত সেপ্টেম্বরে ক্যারিয়ারে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন উসমানে ডেম্বেলে। ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতেছেন ২৮ বর্ষী ফ্রান্স তারকা।
এদিকে মিকেল আর্তেতা, হ্যান্সি ফ্লিক ও আর্নে স্লটের মতো কোচদের পেছনে ফেলে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতলেন পিএসজির লুইস এনরিকে। অনুষ্ঠানে সবমিলিয়ে ১২ ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কার।
গত মৌসুমে ফিফা দ্য বেস্ট পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না রোনালদো। তবে ভোট দেয়ার সুযোগ ছিল। এবারও ভোট দেননি তিনি। কেন ভোট দেননি সেই কারণও জানাননি। ২০২২ ও ২০২৩ মৌসুমেও ভোট দেননি রোনালদো।
আলোচনায় আছে ব্যক্তিগত অ্যাওয়ার্ডগুলো অর্থাৎ ব্যালন ডি’অর বা ফিফা দ্য বেস্ট পুরস্কারের গুরুত্ব নেই রোনালদোর কাছে। দিন দিন ফিফা এবং ফ্রান্স ফুটবলের দেয়া এই পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে গত বছর দাবি করেছিলেন তিনি।
বর্ষসেরা ফুটবলার বাছাইয়ে পর্তুগিজ ফুটবলার ভিতিনহাকে শীর্ষে রেখে এবার যথাক্রমে নুনো মেন্ডেস ও উসমানে ডেম্বেলেকে ভোট দিয়েছেন সিলভা।









