Advertisements
ফিনল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় দ্বীপ অলকিলুতো শহরে ২০২২ সালে চালু করা হয়েছে ওএল-৩ নামে বৃহৎ এক নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিপুল পরিমানের উচ্চ মাত্রার তেজস্ক্রিয় পারমাণবিক বর্জ্য গুলোকে ১ লক্ষ বছরের জন্য কবরে রাখার ব্যবস্থা করা হয়েছে। এত দীর্ঘ সময় বর্জ্যগুলো মাটির গভীরে রাখা হবে, যতদিন হয়তো মানবজাতীর অস্তিত্বও আর থাকবে না।







