এনটিভির গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন সারমাত মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহরের থানা পাড়ায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর।
তিনি তার স্ত্রী ও তিন সন্তান ছাড়াও ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জের সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত।
এনটিভির গোপালগঞ্জ প্রতিনিধি মাহবুব হোসেন সারমাতের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এসএম হুমায়ুন কবীর, যমুনা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. মোজাম্মেল হোসেন মুন্না, চ্যানেল আইয়ের গোপালগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান বাবুল, দৈনিক সমকালের গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা, দৈনিক কালেরকন্ঠ গোপালগঞ্জ প্রতিনিধি প্রশুন মন্ডল, প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি মো. নতুন শেখ ও সাংবাদিক একরামুল কবীর মুক্ত এবং সাংবাদিক বাদল সাহাসহ গোপালগঞ্জে কর্মরত সকল সাংবাদিক।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভারত থেকে গত বুধবার (৮ অক্টোবর) তার বুকে একটি অপারেশন হয়েছিল। অস্ত্রোপচারের দুই দিনের মাথায় আজ শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজে শোকের ছায়া নেমে এসেছে।









