জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। কীর্তিমান এই কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগরের জন্মদিন উপলক্ষে প্রতিবারের মতো চ্যানেল আই-এর পর্দা জুড়ে থাকছে নানান আয়োজন।
এদিন দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন তার নির্মিত সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত’।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত হুমায়ূনের এই সিনেমাটির পুরো দৃশ্য ধারণ হয়েছে নুহাশ পল্লীতে। এছাড়া চলচ্চিত্রটিতে প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্প দারুণ এক নিদর্শনস্বরূপ পরিচিত হয়েছে।
হাস্যরসাত্মক এই সিনেমাটিতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, রূপক তালুকদার, মাজনুন মিজান, ফারুক আহমেদ ও শবনম পারভীন প্রমুখ।
নয় নম্বর বিপদ সংকেত চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এস আই টুটুল। ছবির গানের কথা লিখেছেন হুমায়ূন আহমেদ। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান ব্যবহার করা হয়েছে।









