চোট পিছু ছাড়ছে না ২৪ গ্র্যান্ড স্লামজয়ী নোভাক জোকোভিচের। সিদ্ধান্ত নিলেন অংশ নেবেন না আগামী সপ্তাহে গড়াতে চলা প্যারিস মাস্টার্সে। যা তিনি জিতেছেন সবচেয়ে বেশি ৭ বার। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সার্বিয়ান মহাতারকা।
জোকোভিচ এবছর সবশেষ সাংহাই মাস্টার্স ও সৌদিতে সিক্স কিংস স্লামে পায়ের চোট সঙ্গী করে খেলেছে। সেমি থেকে বিদায় নেন। এবছর তিনি ৪টি মেজর ট্রফির বাইরে ৮টি এটিপি ট্যুরে অংশ নিয়েছেন।
৩৮ বর্ষী নোভাক এ মৌসুমে অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, ইউএস ওপেন ও উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছালেও শিরোপা পাননি। অধরা থেকে গেছে রেকর্ড ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন।
জোকোভিচ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘প্রিয় প্যারিস, দুর্ভাগ্যবশত এবছরের রোলেক্সপি মাস্টার্সে লড়ছি না। বিগত বছরগুলোর ভালো স্মৃতি ও সাফল্য রয়েছে। বিশেষ করে সপ্তমবার টাইটেলটি জয়ের মূহূর্ত। দুঃখবোধ করছি ও আশা করছি আগামী বছর দেখা হবে।’









