এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি সৌদি আরবে নিচ্ছে বাংলাদেশ। দশ দিনের অনুশীলন ক্যাম্প। ঘাম ঝরিয়ে চলেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সবমিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি ভালো চলছে, জানাচ্ছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।
তরুণ ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা দলে জায়গা করে নিতে চান। তিনি বলছেন, ‘আমরা সবাই সুস্থ আছি। কোচের কথা অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করছি। আমার পজিশনে সিনিয়র রাকীব ভাই আছেন, মোরসালিন ভাই আছেন। তাছাড়া আল-আমিন আছে, তবে আমার চেষ্টা থাকবে দলে জায়গা করে নেয়ার। এখানকার সার্বিক ব্যবস্থাপনায় আমি খুশি।’
জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা ডিফেন্ডার শাকিল আহাদ তপু বলেছেন, ‘সৌদিতে এবার প্রথমবার ক্যাম্প করছি। এরআগে জাতীয় দলে দুইটি ম্যাচ খেলেছি এবং সৌদিতে ক্যাম্পে এসে ভালো লাগছে। আমার পজিশনে সিনিয়র অনেক খেলোয়াড় আছে এবং তারা অনেকদিন যাবত খেলছে। চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে দলে জায়গা করে নেয়ার।’
কোচ হাভিয়ের ক্যাবরেরা বলছেন, ‘এধরনের অনুশীলন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা ভালো সুযোগ প্রতিটি খেলোয়াড়ের অন্তত ৬০ মিনিট মাঠে থাকার। কারও কারও ৯০ মিনিট মাঠে থাকতে হবে। নতুন যারা আসছে তারাও এগুলো দেখে অনুপ্রাণিত হবে, আত্মবিশ্বাস পাবে। বিষয়গুলো আমাদের জন্য ইতিবাচক।’









