সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকেও গুড়িয়ে দিয়েছে লাল সবুজের দল। প্রতিপক্ষের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের নায়ক পিয়াস আহমেদ নোভা। কারণ সে ম্যাচে বাংলাদেশের করা দুটি গোলই তার।
ভারতের বিপক্ষে অসাধারণ এ পারফরম্যান্সের পেছনে ভাইয়ের অনুপ্রেরণা অনেক অবদান রেখেছে, ম্যাচশেষে এমনটাই জানালেন এ ফরোয়ার্ড। এছাড়া গোলক্ষুধার কারণে সবসময় গোল করার চেষ্টা করেন বলেও এসময় জানান তিনি।
‘আমার ভাইয়ের সঙ্গে গতকাল কথা হয়েছে। তিনি বলছিলেন, ভারত অনেক বড় দেশ। অনেক প্রদেশ আমাদের দেশের চেয়েও বড়। ওদেরকে দেখিয়ে দে যে আমরাও পারি। ভাইয়ের এই কথাটা সারারাত মাথায় ছিল। আমার মনে ছিল সেটা মাঠে দেখাব। আমি চেষ্টা করছি এবং গোল পেয়েছি।’
‘ম্যাচে নামলে চেষ্টা করি গোল করতে। গত ম্যাচে গোল পাইনি। ইচ্ছে ছিল ভারতের বিপক্ষে গোল করার। গোল পেয়ে ভালো লাগছে অনেক।’
ম্যাচ শেষে শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। শক্ত দল হলেও ভারতের বিপক্ষে জয়ই একমাত্র লক্ষ্য ছিল বলেও এসময় জানান তিনি।
‘আমাদের লক্ষ্য ছিল না হারা। আমরা লক্ষ্য পূরণ করেছি। ভারত ভালো দল। আমার ছেলেরা ভালো খেলেই জিতেছে।’
পরবর্তী ম্যাচের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন‘কয়েকজন খেলোয়াড়ের বিশ্রাম প্রয়োজন এবং কয়েকজন খেলোয়াড় দেখার সুযোগ তৈরি হয়েছে।’







