বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চলছে দীর্ঘ সংস্কার কাজ। সম্প্রতি সেখানে অনুশীলন শুরু করছে কাতালুনিয়ান দলটি। পূর্ণাঙ্গরূপে ম্যাচ আয়োজনের জন্য মাঠ প্রস্তুত হতে আরও সময় প্রয়োজন। এরমধ্যেই ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা জানালেন, ন্যু ক্যাম্পের সামনে বসবে ক্লাবটির সাবেক লিওনেল মেসির ভাস্কর্য।
লাপোর্তা বলেছেন, ‘আমরা মেসির ভাস্কর্যের জন্য নকশার কাজ করছি।’এর আগে নতুনরূপে মাঠ উদ্বোধনে মেসিকে উৎসর্গ করে ম্যাচ রাখার ইচ্ছাপোষণ করেছিলেন তিনি। মেসিকেও গ্র্যান্ড সংবর্ধনাও দিতে চেয়েছেন।
২০২১ সালে ন্যু ক্যাম্প ছেড়েছেন মেসি। দুই মৌসুম ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। ইন্টার মিয়ামির হয়ে খেলছেন মেজর লিগ সকারে। ক্লাবটিতে ২০২৮ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন।
লাপোর্তা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি মেসির বার্সেলোনায় ফেরত আসা দেখতে চাই। আমরা তাকে ভালোবাসি। চাই মেসি সর্বকালের সেরা ফুটবলীয় সংবর্ধনা পাক। ক্যাম্প ন্যুর কাজ শেষে এক লাখের উপর দর্শক ধারণ করতে পারবে। ঠিক সেসময় মেসিকে সবচেয়ে বড় সংবর্ধনা দেয়া হতে পারে।’









