এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ঢাকায় হংকং, চায়নার বিপক্ষে তীরে এসে ডোবে বাংলাদেশ। বাঁচামরার লড়াইয়ে শেষ মিনিট পর্যন্ত হংকংয়ের সাথে ৩-৩ সমতায় থাকা ম্যাচে গোল হজম করে বসে জামাল ভূঁইয়ার দল। ফিরতি লেগে অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকংয়ে পৌঁছে গেছে বাংলাদেশ। খেলার আগে প্রস্তুতি মাঠের বাজে অবস্থা এবং মাঠ থেকে হোটেলের দূরত্বের কথা জানালেন মিডফিল্ডার সোহেল রানা। তবে দল নিয়ে আত্মবিশ্বাসী কোচ হাভিয়ের ক্যাবরেরা।
বাফুফের ভিডিও বার্তায় সোহেল রানা বলেছেন, ‘দেখেন, আমরা এখানে আছি তাই এই জিনিসটা আমাদের ফেস করতে হবে, আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কারণ আমাদের কালকে যখন অনুশীলনের জন্য মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে প্রায় একঘণ্টার বেশি দূরত্ব ছিল। মাঠের কথা কী বলবো, মাঠ খুব বাজে ছিল। মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমাদের সাথে এরকম করবে। আজকেও একই, আমরা যে মাঠে ট্রেনিং করেছি সেই মাঠেও একই অবস্থা। আমরা এটা আসলে ওভাবে নিচ্ছি না, খেলার সাথে মেলাতে চাচ্ছি না যে ওরা আমাদের মাঠের বাইরে যে জিনিসটা করবে।’
‘আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের আসলে দেখেন, বাংলাদেশে ম্যাচ খেলার পর তেমন রিকভারি সেশন পাইনি। চাচ্ছি যে হংকংয়ে তাড়াতাড়ি এই আবহাওয়ার সাথে মানিয়ে নিতে। এটাই আমাদের লক্ষ্য। পরের ম্যাচ আমরা কীভাবে খেলবো বা আমাদের কী প্ল্যানিং থাকবে বা আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে আমরা কাজ করছি। যে আমাদের ভুলগুলো যেন আমরা পরবর্তী ম্যাচে না করি। সেই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস।’
কোচ ক্যাবরেরা বলেছেন, ‘আমাদের বেশিরভাগ সময় গেছে ভ্রমণে। ঢাকা থেকে আসতে হয়েছে, রিকভারির একটা ব্যাপার আছে। তার উপরে ট্রেনিং গ্রাউন্ড থেকে হোটেলের দূরত্ব অনেক। আমরা কালকে বিশ্রাম নিতে পেরেছিলাম, আমাদের হোটেলটা ভালো ছিল। আমাদের কালকে একটা ভালো সেশন গেছে। আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি।’
‘আমাদের সাথে হামজা আছে, যিনি একজন অধিনায়ক, মাঠে এবং মাঠে বাইরেও। আমাদের জামাল, তপু, সোহেল আছে, সবার মধ্যেই অধিনায়কত্ব আছে। আগের ম্যাচ আমদের পরিকল্পনা মতোই ছিল, কিন্তু জানেন আমরা কিছু ভুল করেছি। আক্রমণ এবং রক্ষণ ভালো করেছিল। যাই হোক, আমরা মাঠে লড়বো জেতার জন্য।’
‘সামিত অনেক ভালো খেলেছে। প্রথম ম্যাচের প্রায় ২৪ ঘণ্টা আগে সে আমাদের সাথে যোগ দিয়েছে, তবুও সে খুব ভালো করেছে। অনেক ম্যাচ খেলেই সে এখানে, আশা করি পরের ম্যাচের জন্য ফিট থাকবে।’
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হংকং, চায়নার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল। ঢাকায় প্রথম লেগে ৪-৩ গোলের হার দেখতে হয়েছে জামালদের।









