অনেক দুর্ঘটনা এবং মৃত্যুর কারণ হয় রাস্তায় থাকা গর্ত। তবে এবার এই গর্তের জন্য নতুন জীবন পেয়েছেন ৮০ বছরের ভারতীয় বৃদ্ধ দর্শন সিং ব্রারের।
শনিবার ১৩ জানুয়ারি এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার হরিয়ানায় এই ঘটনা ঘটে। বৃদ্ধকে ডাক্তার মৃত ঘোষণার পর অ্যাম্বুলেন্সযোগে মৃতদেহ বাড়ি নিয়ে যাচ্ছিলেন স্বজনরা। পরিবারের দাবি, পথিমধ্যে অ্যাম্বুলেন্সটি গর্তে পড়লে পুনরায় জীবন পান ব্রারের।
ব্রারের পরিবার বলছে, অ্যাম্বুলেন্সটি গর্তে পড়ার পর সাথে থাকা মৃতের নাতি ব্রারের হাত নড়তে দেখে। এছাড়াও তিনি ব্রারের হৃদস্পন্দন অনুধাবন করেন। পরে তিনি চালককে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে বলেন। সেখানকার চিকিৎসকরা তাকে জীবিত ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, ডাক্তারের মৃত ঘোষণার পর দর্শন সিং ব্রারের ‘মৃতদেহ’ পাতিয়ালা থেকে কর্নালের কাছে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে শোকার্ত আত্মীয়রা জড়ো হয়েছিল, খাবার সাজানো হয়েছিল এবং তার শেষকৃত্যের জন্য কাঠ সংগ্রহও করা হয়েছিল। তবে গর্তে পড়ে নতুনভাবে জীবনলাভ করেন ব্রারের।
৮০ বছর বয়সী হৃদরোগী এখন কর্নালের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখনো তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। পরিবার ঘটনাটিকে অলৌকিক বলে স্বাগত জানিয়েছে এবং এখন তিনি দ্রুত সুস্থ হবেন বলে আশা করছে।
রাওয়াল হাসপাতালের ডা. নেত্রপাল বলেন, ‘আমরা বলতে পারি না যে রোগীর মৃত্যু হয়েছে। যখন তাকে আমাদের কাছে আনা হয়েছিল, তখন তার শ্বাসকষ্ট ছিল এবং রক্তচাপ ছিল। আমরা জানি না অন্য হাসপাতালে কী হয়েছিল।’
তিনি বলেন, ‘পরিবার বলেছে যে তিনি চার দিন ধরে পাতিয়ালায় ভেন্টিলেটরে ছিলেন কিন্তু তিনি এখন নিজেই শ্বাস নিচ্ছেন। তিনি এখনও গুরুতর এবং আইসিইউতে রয়েছেন। তার বুকে সংক্রমণ থাকায় শ্বাস-প্রশ্বাসে বেশ কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে।’







