কান, ভেনিস, বার্লিন, সানড্যান্স, অস্কার, গোল্ডেন গ্লোবস-সহ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্বাচিত এবং পুরষ্কারপ্রাপ্ত সিনেমাগুলোর ওটিটি প্রিমিয়ার করে থাকে আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্ম মুবি। বিশ্বের দাপুটে সব নির্মাতার ক্লাসিক সব ছবি দেখারও সুবিধা আছে এই প্লাটফর্মে। এবার বাংলাদেশি তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজুর ওয়ান শট ফিল্ম ‘নট আ ফিকশন’ যুক্ত হচ্ছে এই তালিকায়।
নির্মাতা সিজু চ্যানেল আই অনলাইনকে জানান, ওটিটি প্লাটফর্ম মুবিতে ‘নট আ ফিকশন’ স্বল্পদৈর্ঘ্যটি প্রথমে দেখতে পারবেন নর্থ আমেরিকান দর্শকরা। মে মাসের শেষ দিকেই প্লাটফর্মে স্ট্রিমিং হবে। পরবর্তীকালে গ্লোবাল দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন।
এরইমধ্যে সিজুর এই ছোট ছবিটি দারুণ সব পালক যুক্ত করেছে। কানাডা এবং আমেরিকার অস্কার ও কানাডিয়ান স্ক্রিন অ্যাওয়ার্ড কোয়ালিফায়িং উৎসবে প্রশংসিত হয়েছে ছবিটি। মুবির মতো প্লাটফর্মে স্ট্রিমিং হওয়ার খবরটি বেশ আশাব্যঞ্জক। মুবির ওয়েবসাইট এবং এপসে দেখা যাচ্ছে ‘নট আ ফিকশন’ এর পোস্টার, সিনোপসিস, রানটাইম, দেশ এবং পরিচালকের নাম।
১০০ ডলারেরও কম বাজেটে নির্মিত ‘নট আ ফিকশন’। সিনেকুয়েস্টের ২০২৪ সালের নির্বাচিত দুই শতাধিক চলচ্চিত্রের মধ্যে মুবির তালিকায় ৭ নম্বরে রয়েছে এটি। ছবিটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য, প্রযোজক ও সিনেমাটোগ্রাফারও সিজু নিজে।
নির্মাতা জানান, মুবির মত এত ক্ল্যাসি একটা প্লাটফর্মে আমার ছবিটা মুক্তি পাবে, ব্যাপারটা এখনো বিশ্বাস হচ্ছেনা। যাদের সিনেমা দেখে সিনেমার প্রতি আগ্রহ, ভালোবাসা জন্মেছিলো আজ তাদেরই পাশে আমার নাম দেখাটা খুবই আনন্দঘন ঘটনা আমার জন্য। ক্যারিয়ারের শুরুতেই এতবড় সব ব্রেক, স্বীকৃতি পাওয়াটা আমার পরের সিনেমার রাস্তাগুলো সহজ করে দিচ্ছে। আশা করছি সামনের কাজগুলো এর চেয়েও ভালো হবে।
সিজুর সঙ্গে ৪ মিনিট ২৫ সেকেন্ড দৈর্ঘ্যের ছবি ‘নট আ ফিকশন’ এর সহ-প্রযোজক হিসেবে কাজ করছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রীতি। এছাড়া এই সিনেমায় অভিনেতা হিসেবে কাজ করেছেন উদয়ন রাজীব, নাঈমুল আলম মিশু, ঐশিক সামি আহমেদ, রুদ্রনীল আহমেদ, জাওয়াদ সৌধ এবং মিথুন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছেন আহসান স্বরণ এবং সৈয়দ তামুর হাসান। ছবিটির সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ ও রনি সাজ্জাদ, কালার করেছেন রাশাদুজ্জামান সোহাগ, সম্পাদনায় ছিলেন লিওন রোজারিও এবং তানভীর আহমেদ রনি।
এর আগে হ্যামিলটন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং সিলভার ওয়েভ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি, এই দুটি উৎসবই ছিলো কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং ফেস্টিভ্যাল, যা কিনা কানাডার অস্কার বলে খ্যাত। আর একটি কানাডিয়ান স্ক্রিন এওয়ার্ডস কোয়ালিফাইং উৎসবে সিলেকশন পেলেই সরাসরি এই এওয়ার্ডসে কোয়ালিফাই করবে ‘নট আ ফিকশন’।








