চলমান ইউক্রেন যুদ্ধে সম্মুখ সারি থেকে নিজেদের সৈন্যদের সরিয়ে নিয়েছে নর্থ কোরিয়া। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেইনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্তত এক হাজার নর্থ কোরিয়ান সৈন্য নিহত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে যুদ্ধরত ইউক্রেন সৈন্যরা জানিয়েছে, রাশিয়াকে সমর্থন করার জন্য কিম জং উনের পাঠানো নর্থ কোরিয়ার সেনাদের তিন সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না।
সৈন্যদের একজন মুখপাত্র বলেন, সম্ভবত তারা ভারী ক্ষয়-ক্ষতির পর সেখান থেকে সরে এসেছে।
গত সপ্তাহে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে নর্থ কোরিয়া থেকে পাঠানো প্রায় ১১ হাজার সৈন্যের মধ্যে মাত্র তিন মাসে এক হাজার সৈন্য নিহত হয়েছেন। যদিও উত্তর কোরিয়া এবং রাশিয়া এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।









