সাউথ কোরিয়ায় ‘ময়লা আবর্জনাভর্তি গ্যাস বেলুন’ ফেলছে নর্থ কোরিয়া। যার ফলে সাউথ কোরিয়ার জনসাধারণকে ভেসে আসা এসব সাদা বেলুন এবং তাদের সাথে সংযুক্ত প্লাস্টিকের ব্যাগ স্পর্শ করার বিরুদ্ধে সতর্ক করেছে দেশটির সামরিক বাহিনী।
বুধবার (২৯ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, নর্থ নর্থ কোরিয়া থেকে আবজর্না বহনকারী কমপক্ষে ২৬০টি বেলুন পড়েছে সাউথ কোরিয়ায়।
সাউথ কোরিয়ার সামরিক বাহিনী বাসিন্দাদের বাড়ির ভিতরে অবস্থান করার জন্য সতর্ক করছেন বারবার। কারণ ভেসে আসা এসব বেলুনের ভিতর রয়েছে ‘নোংরা বর্জ্য এবং আবর্জনা’।
প্রতিবেদনে বলা হয়, সাউথ কোরিয়ার ৯ প্রদেশের মধ্যে আটটিতে বেলুনগুলো পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধারকৃত বেলুনগুলো বিশ্লেষণ করছে বলে জানা গেছে।
১৯৫০-এর দশকে কোরিয়ান যুদ্ধের পর থেকে নর্থ এবং সাউথ কোরিয়া উভয়ই তাদের প্রচার প্রচারণায় বেলুন ব্যবহার করেছে। সাউথ কোরিয়ার সামরিক বাহিনী এর আগে বলেছিল, তারা বেলুনে নর্থ কোরিয়ার প্রচারণামূলক লিফলেট আছে কিনা তা তদন্ত করছে।









