বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে ছিলো দ্বিধা। তার আগমন নিয়ে আয়োজকরাই ছিলেন ধোঁয়াশার মধ্যে। অবশেষে শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকায় পৌঁছালেন ‘দিলবার দিলবার’ গানের এই নৃত্যশিল্পী ও অভিনেত্রী।
সন্ধ্যা ৭টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ‘গ্লোবাল এচিভার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নিবেন তিনি।
নোরা ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করে উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা ইশরাত মারিয়া বলেন, ভিআইপি প্রটোকলে নোরা ফাতেহিকে ঢাকায় নিয়ে আসতে পেরেছি। আপাতত দেশের নামকরা একটি সেভেনস্টার হোটেলে তাদের রেখেছি।
তিনি বলেন, রাত ৩টায় ছিলো বিমান। প্রায় ৭ ঘণ্টার জার্নি ছিলো বিমানে। জার্নিতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ঢাকায় নেমে তিনি কোনো ক্যামেরা ফেস করতে চাননি। তার অনুরোধ আমাদের কাছে বড়। তিনি আমাদের অতিথি, তাদেরকে রেস্পেক্ট করতে চাই। তার উপর প্রথমবার এমন অনুষ্ঠানে তিনি বাংলাদেশে এসেছেন। তবে যেহেতু সবার একটা চাহিদা থাকে, তাই তিনি বলেছেন রেডি হওয়ার পর অনুষ্ঠান থেকে তিনি কথা বলবেন।
আয়কর নিশ্চিত না করায় নোরা ফাতেহির অনুষ্ঠানটি বন্ধ করতে কয়েক দফায় প্রজ্ঞাপন দিয়েছিল এনবিআর। বিষয়টি নিয়ে আয়োজকদের পাশাপাশি আশঙ্কায় ছিলেন ভক্ত অনুরাগীরাও। অবশেষে দু’দিন আগে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেয় সরকার।








