ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন নারী নির্যাতন মামলায় কারাবন্দি কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেল।
শনিবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টায় কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারাগারের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী কারাবন্দিদের সামনে নোবেল ‘জেল থেকে বলছি’, ‘ভিগি ভিগি’ এবং ‘সেই তুমি কেন এত অচেনা হলে’সহ তার জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করেন।
ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে গিটার হাতে নোবেলের গান পরিবেশনের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়েছে।
কারা কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে বন্দিদের মনোবল বাড়াতে ও বিনোদনের সুযোগ দিতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বন্দিদের অনেকে নোবেলের গান শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উৎসাহ প্রকাশ করেন।
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীর পরিবার তাকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করে। পরে গত ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। ওই ঘটনার ভিত্তিতে ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়।
তদন্তকারী কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় নোবেলকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন।









