নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও প্রখ্যাত নারী অধিকার কর্মী নার্গেস মোহাম্মদীকে ইরানের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে তার ফাউন্ডেশন ও সমর্থকরা। ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে খোসরো আলিকর্দি নামে এক আইনজীবীর স্মরণসভায় অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় আরও কয়েকজন কর্মীকে আটক করা হয় বলেও দাবি করা হয়।
নার্গেস ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, ৫৩ বছর বয়সী মোহাম্মদীকে পূর্ব ইরানের শহর মাশহাদে অন্যান্য মানবাধিকার কর্মীদের সঙ্গে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নরওয়ে-ভিত্তিক নোবেল কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, আজকে নার্গেস মোহাম্মদীকে গ্রেপ্তার আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। কমিটি ইরানি কর্তৃপক্ষকে অবিলম্বে তার অবস্থান স্পষ্ট করা, নিরাপত্তা ও শারীরিক অখণ্ডতা নিশ্চিত করা এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ২০২৩ সালে নার্গেস মোহাম্মদীকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
২০২১ সাল থেকে তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দী ছিলেন। চলতি বছরের ডিসেম্বর মাসে চিকিৎসাজনিত কারণে তাকে তিন সপ্তাহের জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। তার কারাগারে ফেরার কথা থাকলেও, তার আগেই নতুন করে গ্রেপ্তারের খবর আসে।
নার্গেস মোহাম্মদীর স্বামী তাগি রহমানি বলেন, তারা নার্গেসকে গ্রেপ্তার করেছে। এই কাজ মানবাধিকার আইনের পরিপন্থী এবং এটি একধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইরানে দমন-পীড়ন বেড়ে যাওয়ায় এই গ্রেপ্তার বিশেষভাবে উদ্বেগজনক।
সম্প্রতি টাইম ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে মোহাম্মদী অভিযোগ করেন, ইরানি রাষ্ট্র নাগরিকদের ব্যক্তিগত ও জনজীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করছে। তিনি লেখেন, নজরদারি, সেন্সরশিপ, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং সহিংসতার স্থায়ী হুমকি মানুষের শান্তি ধ্বংস করছে।
নোবেল কমিটির ভাষ্য অনুযায়ী, মোহাম্মদী তার আইনজীবীদের মাধ্যমে সতর্ক করেছিলেন যে, তাকে হুমকি দেওয়া হচ্ছে যেন তিনি গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে কথা বলা বন্ধ করেন।
দীর্ঘদিন ধরে তিনি বাধ্যতামূলক হিজাব পরতে অস্বীকৃতি জানিয়ে আসছেন এবং দেশজুড়ে সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন।
নার্গেস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, তার জীবদ্দশায় নার্গেস মোহাম্মদীকে অন্তত ১৩ বার গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মোট ৩৬ বছরেরও বেশি কারাদণ্ড ও ১৫৪ দফা বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।









