এখন পর্যন্ত জয়ের দেখা না পাওায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বেশ ভালো বোলিং করেছে রংপুর রাইডার্সের বোলাররা। মোস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিং এবং মৃত্যুঞ্জয় চৌধুরীর হ্যাটট্রিকে দেড়শর আগেই থেমেছে নবাগত দলটি। নোয়াখালীর দেয়া ১৪৯ রানের লক্ষ্যে নামবে রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। ১৯.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয় হায়দার আলির দল।
ওপেনিংয়ে নেমে শাহাদাত হোসেন দীপু করেন ১৪ এবং সৌম্য সরকার করেন ৩১ রান। হাবিবুর রহমান সোহান ৩০, জাকের আলি অনিক ৩৮, মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ রান করেন। বাকিদের কেউ দুইঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শেষ ওভারে অঙ্কন, জহির খান এবং বিলাল সামিকে ফিরিয়ে বিপিএলে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
রংপুরের হয়ে মোস্তাফিজ ও মৃত্যুঞ্জয় তিনটি করে উইকেট নেন। খুশদিল শাহ ২, সুফিয়ান মুকিম এবং নাহিদ রানা একটি করে উইকেট নেন।









