স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আদালতের আদেশ অনুযায়ী ১৭ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী যা যা প্রস্তুতি নেয়ার নিয়েছে। এ নিয়ে কারো কোন আশঙ্কা নেই। রায় খুব ভালোভাবে হবে। কোন ধরনের বিশৃঙ্খলা হবে না। এ নিয়ে কোন চ্যালেঞ্জ নাই।
আজ শনিবার (১৫ নভেম্বর) পটুয়াখালীতে ২ দিনের সফরে এসে দুপুরে সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি নিচ্ছি, প্রশিক্ষণ চলছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন এজন্য প্রস্তুত। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাওয়ায় কোন ধরনের কোন সমস্যা হবে না। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দেয়া হয়েছে, এবার নির্বাচনে আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের ৩ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযানে মাঠে নামবে। নির্বাচনের সময় মাঠে ১ লাখ সেনাবাহিনী, ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নেভি, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব, সাড়ে় ৫ লাখ আনসার মোতায়েন থাকবে।
উপদেষ্টা আরও বলেন, আনসারদের জন্য এবার একটি করে হাতিয়ার বেশি দেয়া হবে । পুলিশের জন্য বডি ক্যামেরা থাকবে। এজন্য নির্বাচন খুবই শান্তিপূর্ণ হবে এবং কোথাও কোন অসুবিধা হবে না।
নাশকতার সময় পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পুলিশের জনবল সংকট রয়েছে।
এ সময় জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপদেষ্টার সাথে ছিলেন।
পরে উপদেষ্টা ট্যুরিস্ট পুলিশ ও নৌ-পুলিশ ক্যাম্প পরিদর্শনে কুয়াকাটার উদ্দেশে রওয়ানা হন। এর আগে পটুয়াখালীতে পুলিশ লাইন্স ও কোস্টগার্ড বেইজ পরিদর্শন করেন।









