আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ নিয়ে কোনও রকম শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার ১৭ সেপ্টেম্বর রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ধরনের গুজব বা ভুয়া খবর প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও জানান, দেশের প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, সিসিটিভি নজরদারি এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
রমনা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অপর্ণা রায় দাস বলেন, বাংলাদেশের হিন্দুরা আজ সম্পূর্ণ ধর্মীয় মর্যাদার সাথে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজাসহ সব ধর্মীয় অনুষ্ঠান পালন করছে।
তিনি আরও বলেন, ভারতসহ বিভিন্ন দেশের কিছু মহল থেকে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। আমি তাদের বাংলাদেশে এসে বাস্তবতা নিজ চোখে দেখে যাওয়ার আহ্বান জানাই।
সরকারি তথ্যমতে, এবছর সারাদেশে প্রায় ৩২ হাজারটি দুর্গাপূজার মণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় রয়েছে প্রায় ২৫০টি মণ্ডপ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন জাতীয় পর্যায়ে উৎসবে রূপ নিয়েছে।









