প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের যা রিজার্ভ আছে তাতে বলতে পারি তেমন কোনো সংকট নেই। তাও আমরা রিজার্ভ ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী আজ সোমবার বিকেল ৪টার দিকে গণভবনে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে রিজার্ভ সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ডলার সংকট বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশ না। এর কারণ করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তার সাথে নিষেধাজ্ঞা। যার ফলে আজকে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে।
তিনি বলেন, মহামারির সময় আমদানি- রপ্তানি, বিদেশে যাতায়াতসহ সব কিছুই বন্ধ ছিল। তখন শুধু ভ্যাক্সিন কেনাতেই যা ডলার খরচ হয়েছিল। এরপর যখন অর্থনীতি উন্মুক্ত হলো তখন খুব স্বাভাবিক ভাবেই ডলার খরচ হয়েছে। আমরা ঘরে ঘরে বিদ্যুত দিচ্ছি, গ্যাস দিচ্ছি, বিনিয়োগ হচ্ছে, উৎপাদন বাড়ছে। কাজেই ডলারের ওপর চাপ পড়েছে।
তিনি আরও বলেন, আমরা আগেও ক্ষমতায় এসেছি। ৯৬’তে যখন ক্ষমতায় আসি তখন কতটুকু ছিল আমাদের রিজার্ভ? আমাদের ততটুকু রিজার্ভ থাকা দরকার যতটুকু কোন সমস্যা যেমন ঝড় বা অন্যকিছু ঘটলে যদি আমাদের খাদ্য ঘাটতি দেখা দেয় তখন যাতে ৩ মাসের খাদ্য কেনার জন্য ডলার হাতে থাকে। তা নিয়েই আমাদের চিন্তা। তাছাড়া রিজার্ভ নিয়ে আর কোন চিন্তা নেই।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়তে শুরু করেন তখন তো এক পয়সাও রিজার্ভ ছিল না। তখন কি আমরা চলি নাই? আমরা কি এগোতে পারিনি?
তিনি বলেন, ২০০৬ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমাদের রিজার্ভ ছিল ১ বিলিয়নেরও কম।আর এখন আমাদের রিজার্ভ ৩১ দশমিক ২২ বিলিয়ন ডলার। কাজেই এটি নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ নেই।
এই সময় বাংলাদেশের ওপর দেওয়া নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা দিবে তাদের কাছ থেকে আমরা কিছু কেনাকাটা করবো না। এটা আমাদের সিদ্ধান্ত।
তিনি বলেন, আমাদের ওপর কেন নিষেধাজ্ঞা দিল? হলি আর্টিজান এর পর দেশে তেমন কোনো বড় জঙ্গি ঘটনা ঘটতে পারেনি। কারণ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা এত ভালোভাবে তাদের নজরদারীর কাজ করেছে যে এরকম আর কোনো ঘটনা ঘটতে পারেনি। আমার প্রশ্ন, এরপরেও কেন নিষেধাজ্ঞা দিল।
তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যারা আমাদের ওপর নিষেধাজ্ঞা দিবে তাদের কাছ থেকে কিছু কেনাকাটা করবো না। আমরা কারও ওপর নির্ভরশীল না। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা সপ্তম নৌবহরের ভয় কাঁটিয়ে বিজয় অর্জন করেছি। এ কথা ভুললে চলবে না। ওই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে।








