ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী খাদ্য সংকটের আশঙ্কার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি করতে কোন সমস্যা নেই।
এএফপি জানায়, শুক্রবার তিনি একটি টেলিভিশন সাক্ষাত্কারে এসব কথা বলেছেন।
‘ইউক্রেন থেকে শস্য রপ্তানি করতে কোন সমস্যা নেই। ইউক্রেনীয় বন্দর দিয়ে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা অন্যদের মাধ্যমে বা এমনকি মধ্য ইউরোপের মাধ্যমেও রপ্তানি করা যেতে পারে’, বলেন পুতিন।
রাশিয়ান নেতা আজভ সাগরে ইউক্রেনীয় বন্দর মারিউপোল এবং বারদিয়ানস্কের মাধ্যমে রপ্তানির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। যার মাধ্যমে কৃষ্ণ সাগরে প্রবেশ করা যায়। দুটি বন্দরই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
কিইভের নিয়ন্ত্রণাধীন বন্দরগুলি বিশেষ করে ওডেসা ব্যবহার করা যেতে পারে বলে মন্তব্য করেন পুতিন। তবে ইউক্রেনের দখলে থাকা বন্দরের চারপাশ থেকে মাইন সরানোর জন্য বলেন তিনি। পুতিন বলেন, রাশিয়া বিনিময়ে জাহাজগুলোকে নিরাপদে যাওয়ার অনুমতি দেবে।
তিনি জানান, অন্যান্য বিকল্পগুলির মধ্যে রয়েছে রোমানিয়া, হাঙ্গেরি বা পোল্যান্ড হয়ে দানিউব নদী ব্যবহার।
‘কিন্তু সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে সস্তা হবে বেলারুশের মাধ্যমে রপ্তানি করা, সেখান থেকে বাল্টিক বন্দরে, তারপরে বাল্টিক সাগরে এবং তারপরে বিশ্বের যেকোন জায়গায় যেতে পারে।’
তবে পুতিন বলেন, বেলারুশের মাধ্যমে যে কোন রপ্তানি মস্কোর মিত্র মিনস্কের বিরুদ্ধে পশ্চিমের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সাথে শর্তসাপেক্ষ হবে।







