স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত চারটি সংশোধনী আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়।
বৃহস্পতিবারের (২৪ জুলাই) বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা আসিফ জানিয়েছেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং দলীয় প্রভাবমুক্ত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।’
স্থানীয় সরকার বিভাগের সূত্র জানায়, সংশোধিত আইনের আওতায় ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচনগুলো এখন থেকে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।
২০১৫ সালে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রবর্তনের বিধান চালু করে। এর ফলে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতে জাতীয় রাজনীতির প্রতিফলন বাড়ে এবং ক্ষমতাসীন দলের প্রভাব ব্যাপকভাবে বেড়ে যায়।
এর ফলে নির্বাচনী সহিংসতা, কেন্দ্র দখল, ভোট কারচুপি এবং বিরোধী দলের প্রার্থীদের ওপর দমন-পীড়নের অভিযোগ বেড়ে যায়। অনেক বিশেষজ্ঞ ও নাগরিক সমাজ দলীয় প্রতীকের এই ব্যবস্থাকে স্থানীয় সরকারের গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি হিসেবে বিবেচনা করে আসছিলেন।









