Advertisements
নতুন ভূমি সংস্কার আইন অনুযায়ী একক মালিকানায় কোনো ব্যক্তি ৬০ বিঘার বেশি জমি রাখতে পারবেন না। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া অতিরিক্ত জমি থাকলে তা অধিগ্রহণ করবে সরকার। এই আইনের বিধিমালা তৈরির পর তা কার্যকর হবে। ভূমিমন্ত্রী জানিয়েছেন, দ্রুতই বিধিমালা তৈরি হবে। আর একজনের জমি অন্যের নামে প্রচার করলে তা ফৌজদারি অপরাধ হবে বলেও জানান তিনি।






